ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা

পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় শহর শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারকে লক্ষ্য করে হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার সেখানে ভাঙচুর চালিয়ে ভিসা কার্যক্রম বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটেছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্র জানায়, বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ এবং শিলিগুড়ি মহানগর সংগঠনের কয়েকজন সদস্য একত্র হয়ে ভিসা সেন্টারে ভাঙচুর চালান। পরে বিক্ষোভকারীরা কেন্দ্রটি তালাবদ্ধ করে দেন এবং সামনে দাঁড়িয়ে ভবিষ্যতে আর খুলতে না দেওয়ার হুমকি দেন। এই প্রেক্ষাপটে ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন থেকে সব ধরনের কনস্যুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে নিরাপত্তাজনিত কারণে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন থেকেও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
গত শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’ নামে একটি চরমপন্থি সংগঠনের ২০–২৫ জন সদস্য বিক্ষোভ করে। প্রায় ২০ মিনিট ধরে তারা বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

এই ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার নিরাপত্তা ঝুঁকি ও হুমকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। পরিস্থিতি পর্যবেক্ষণে কূটনৈতিক মহলে সতর্কতা বাড়ানো হয়েছে।

এদিকে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনেও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখা গেছে। সোমবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বেগবাগান মোড়ে শত শত বিক্ষোভকারী মিছিল নিয়ে ডেপুটি হাইকমিশনের দিকে অগ্রসর হলে পুলিশ প্রায় ২০০ মিটার দূরে তাদের আটকে দেয়।

সার্বিকভাবে একাধিক স্থানে বিক্ষোভ, হুমকি ও ভাঙচুরের ঘটনায় ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনা ও কনস্যুলার সেবাকে ঘিরে নিরাপত্তা ও কূটনৈতিক টানাপোড়েন আরও প্রকট হয়ে উঠেছে।

সংবাদটি শেয়ার করুন