ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেড় লাখ টাকার লুটপাট চালিয়ে ফ্রিজ-টিভি কেনেন

রাজধানীর দুটি শীর্ষ দৈনিক পত্রিকার কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের মধ্যে একজন একাই দেড় লাখ টাকার লুটপাট চালিয়েছেন, যা দিয়ে তিনি টিভি ও ফ্রিজ কিনেছেন।

প্রেস উইং জানিয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মো. নাইম (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। নাইম তেজগাঁও কুনিপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, মোট ১ লাখ ২৩ হাজার টাকা লুট করেছেন। এই টাকা দিয়ে মোহাম্মদপুর থেকে একটি টিভি ও ফ্রিজ কেনা হয়। আটককৃত সামগ্রী জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা হলেন আকাশ আহমেদ সাগর (২৮), আব্দুল আহাদ (১৮), মো. বিপ্লব (২২), নজরুল ইসলাম ওরফে মিনহাজ (২০), মো. জাহাঙ্গীর (২৮), সোহেল রানা (২৪), মো. হাসান (২২), রাসেল ওরফে সাকিল (২৮), আব্দুল বারেক শেখ ওরফে আলামিন (৩১), রাশেদুল ইসলাম (২৫), সোহেল রানা, শফিকুল ইসলাম (৩৪), প্রান্ত সিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হোসাইন চাঁদ ও সাইদুর রহমান (২৫)।

ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “প্রথম আলোর মামলা প্রক্রিয়াধীন, আর দ্য ডেইলি স্টারের মামলা ক্ষতির পরিমাণ হিসাব করার পরে দায়ের করা হবে।” এ পর্যন্ত পুলিশের ৪টি আইনের ধারায় মামলা হয়েছে। থানা পুলিশ, সিটিসি ও ডিবি অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন মোট ১৭ জন।

ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে। কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয় এবং কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের দ্য ডেইলি স্টার ভবনে লুটপাট, আগুন ও ভাঙচুর চালানো হয়। রোববার রাতে সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন