ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে যাত্রা শুরু করেছে ১০টি ভোটের গাড়ি—সুপার ক্যারাভান। সোমবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এ সুপার ক্যারাভানের, যেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, দেশের সামনে গুরুত্বপূর্ণ সময় চলমান, যেখানে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটের আয়োজন রয়েছে। তিনি জানান, সুপার ক্যারাভান দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে মানুষকে ভোট ও গণভোট সম্পর্কে তথ্য দেবে, ভোটাধিকার সচেতনতা সৃষ্টি করবে এবং গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেবে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ভোটাধিকার কারো দয়া নয়, এটি সাংবিধানিক অধিকার। ভোটের মাধ্যমে নাগরিকরা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে। সুপার ক্যারাভান শুধুমাত্র একটি গাড়ি নয়, এটি গণতন্ত্রের আনন্দবাণী বহন করছে। তিনি বিশেষভাবে তরুণ, নারী এবং প্রথমবারের ভোটারদের ভোট দিতে উৎসাহিত করেন এবং বলেন, অংশগ্রহণই গণতন্ত্রকে শক্তিশালী করে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এবারের নির্বাচনে মানুষ শুধু সংসদ নির্বাচনে নয়, জুলাই সনদে ভোটও দেবেন। দীর্ঘ ৯ মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে এই সনদ তৈরি করা হয়েছে, যা দেশের নিরাপদ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, চলুন আমরা সবাই মিলে গণতান্ত্রিক এই যাত্রাকে সফল করি এবং নিজের, দেশের ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভোট দিই।




