সাম্প্রতিক ভূমিকম্পের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল ও হোস্টেলসমূহ বসবাসের জন্য নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, বিশেষজ্ঞদের কারিগরি মূল্যায়নে কোনো হল ব্যবহারের অনুপযোগী বা ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়নি। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কারের সুপারিশ অনুযায়ী মেরামত কাজ চলমান রয়েছে।
ক্ষয়ক্ষতি নিরূপণে কোষাধ্যক্ষের সভাপতিত্বে গঠিত সেন্ট্রাল কো-অর্ডিনেশন কমিটি এবং চারটি কারিগরি সাব-কমিটি ২০টি হল ও ২টি হোস্টেলে র্যাপিড ভিজ্যুয়াল পরিদর্শন সম্পন্ন করেছে। জরুরি বিবেচনায় ১৯টি মেরামত কাজ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতোমধ্যে শামসুন নাহার হলে বাথরুম ব্লক মেরামত ও ক্ষতিগ্রস্ত ওভারহেড ট্যাংক পরিবর্তনের কাজ শুরু হয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলে নিরাপত্তা নিশ্চিতে স্টিল প্রপ স্থাপন কাজও শিগগির শুরু হবে। অবশিষ্ট মেরামত কাজের জন্য ই-জিপি এর মাধ্যমে দরপত্র আহ্বান করা হয়েছে।
এদিকে হাজী মুহম্মদ মুহসীন, সূর্যসেন ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে অধিকাংশ কক্ষের মেরামত ও রং করণ কাজ শেষ হয়েছে। ২৮ ডিসেম্বরের মধ্যে আরও বেশিরভাগ কক্ষের সংস্কার সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।




