ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভিত্তিহীন মন্তব্যের নিন্দা জানালো জামায়াত

জামায়াতে ইসলামী নূরুল কবীরের মন্তব্যকে ভিত্তিহীন ও অসত্য বলে নিন্দা জানিয়েছে। একটি বিবৃতিতে দলটি বলেন, ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে যে বক্তব্য প্রদান করেছেন, তা তাদেরকে আহত করেছে। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নাম ব্যবহার করে জামায়াতে ইসলামী ও তার সহযোগী বুদ্ধিবৃত্তিক মহলকে পত্রিকা অফিসে সহিংসতা চালানোর অভিযোগ করেছেন, যা সম্পূর্ণ অসত্য এবং অন্যায্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘জামায়াতে ইসলামী নির্বাচন পিছিয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা ভোগ করতে চায়’—নূরুল কবীরের এ মন্তব্যও বাস্তবতার সঙ্গে সঙ্গতি রাখে না। দলটির আমির ডা. শফিকুর রহমান ইতিমধ্যেই আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা প্রদানের ঘোষণা দিয়েছেন।

জামায়াতে ইসলামী প্রার্থীদের ‘বেহেশতে যাওয়া না যাওয়ার’ সঙ্গে ভোটের সংযোগ করার অভিযোগও ভিত্তিহীনদলের পক্ষ থেকে কখনওধরনের বক্তব্য প্রদান করা হয়নিএছাড়া, প্রতিষ্ঠালগ্ন থেকেই জামায়াতে ইসলামী মোনাফেকি করছে এবং এটি দলের বিকাশের অংশনূরুল কবীরের মন্তব্যটি দল শোভনীয় মনে করে নাদলটি আশা প্রকাশ করেছে, একজন দায়িত্বশীল সাংবাদিকসম্পাদক হিসেবে নূরুল কবীর ভবিষ্যতে গঠনমূলকইতিবাচক সমালোচনা করবেন।

সংবাদটি শেয়ার করুন