ঢাকার জার্মান দূতাবাস আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে বন্ধ থাকবে। আজ সোমবার এক বার্তায় দূতাবাস এ তথ্য জানিয়েছে। বন্ধের পর ২৮ ডিসেম্বর দূতাবাস পুনরায় কার্যক্রম শুরু করবে।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন বা ক্রিসমাস। যিশু খ্রিস্টের জন্মদিবসে এই উৎসব পালিত হয়। এছাড়া ২৬ ও ২৭ ডিসেম্বর সরকারি ছুটি থাকায় ওই সময়ে দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে।




