জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও কেন্দ্রীয় শ্রমিক শক্তির সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সোনাডাঙ্গার গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কাছে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে সিটি স্ক্যানের জন্য নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি তার মাথার বাঁ পাশে লেগেছে এবং জরুরি বিভাগে নেওয়ার সময় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসকরা অবিলম্বে সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন। মোতালেব শিকদারের পরিচয় তার পকেট থেকে পাওয়া ভিজিটিং কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। এনসিপির একাধিক নেতা ও ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তের আওতায় এসেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। এনসিপি খুলনা জেলার সাবেক সহসমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, খুলনা মেডিক্যাল কলেজে সিটি স্ক্যান সম্ভব না হওয়ায় পরে বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ সামাজিক মাধ্যমে লিখেছেন, মোতালেব শিকদারের ওপর গুলি চালানো হয়েছে এবং ইনটেরিম নির্বাচনের আগে এ ধরনের সহিংসতা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।




