ভিপি নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার জাতীয় নির্বাহী কমিটির সভার পর দলটি এ ঘোষণা দেয়। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, দুইটি আসনে ছাড়া বিএনপির সঙ্গে কোনো সমঝোতা হবে না এবং দল এককভাবে ৩০০ আসনে তাদের প্রতীকে নির্বাচন করবে।
সভায় দলের নির্বাহী কমিটি, মনোনয়ন প্রত্যাশী প্রার্থী এবং অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিতরা বলেন, গণ অধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায়।
এছাড়া, দল জানায় যে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে এবং ২৮ ও ২৯ ডিসেম্বর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেবে।
এর আগে গত রবিবার বিএনপির সঙ্গে বৈঠক করে গণ অধিকার পরিষদ ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দেয়। সভায় দুই আসনে সমঝোতার সিদ্ধান্ত জানায় বিএনপি।




