ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন: সালাউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার জানিয়েছেন, তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধিত হবেন।

সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিবও উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ইতিমধ্যে জানিয়েছেন যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। তবে ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার জন্য এখনো নির্বাচন কমিশনের অনুমোদন প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন