ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শুধু সচেতন থাকলেই চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান পরিস্থিতিতে শুধু সচেতন থাকলেই হবে না দেশ ও গণতন্ত্রবিরোধী অপশক্তির বিরুদ্ধে সক্রিয়ভাবে রুখে দাঁড়ানোর সময় এসে গেছে। তিনি সতর্ক করে বলেন, গণতন্ত্রের ওপর নতুন করে আঘাত আসছে, যা দেশের ভবিষ্যতের জন্য গভীর উদ্বেগজনক।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদের আয়োজনে ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের ওপর হামলা কেবল একটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, এটি সরাসরি গণতন্ত্র ও জুলাই বিপ্লবের চেতনার ওপর আঘাত। তিনি বলেন, আমি জানি না, আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে বাস করছি। সারাজীবন সংগ্রাম করেছি একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। আজ যে বাংলাদেশ দেখছি, এমন বাংলাদেশের স্বপ্ন আমি কখনো দেখিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, আজ ডেইলি স্টার বা প্রথম আলো নয় আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার আবারও হুমকির মুখে। জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। আজ সেই সংগ্রামের অর্জনকেই আঘাত করা হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, এটি কোনো একটি রাজনৈতিক দল বা সংগঠনের লড়াই নয়। সব গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসেছে। যারা অন্ধকার থেকে আলোতে আসতে চায়, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় তাদের এখন শুধু সচেতন হলে চলবে না, রুখে দাঁড়াতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে নিরপেক্ষ ও গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যই পারে অপশক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে।

সংবাদটি শেয়ার করুন