ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদির হ’ত্যা’র বিচার ছাড়া নির্বাচন নয়: ইনকিলাব মঞ্চ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, ওসমান হাদির হত্যাকারীদের পরিচয় নিশ্চিত না করে তড়িঘড়ি নির্বাচন দিয়ে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তিনি স্পষ্টভাবে জানান, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে পারে না। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি অন্তর্বর্তী সরকারকে এই হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, তিনি ওসমান হাদিকে ধারণ করেন বলে দাবি করলেও হত্যাকাণ্ডের বিচার নিয়ে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট অবস্থান জানাননি।

জাবের বলেন, “এত বড় একটি হত্যাকাণ্ডের পরও বিচার নিয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, তা আমরা আপনার মুখ থেকে শুনতে পাইনি। আপনার এই অসহায়ত্ব কেন তা জাতি জানতে চায়।”

তিনি আরও বলেন, দেশের জনগণ আর শুধু রক্ত দেবে না। হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারে ব্যর্থ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেন তিনি।

জাবের বলেন, “রক্তপাত একবার শুরু হলে আপনারা তা থামাতে পারবেন না। তাই অবিলম্বে ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।”

এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করা, তদন্তে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদার আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা এবং সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করা।

এছাড়া ওসমান হাদি হত্যার দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদটি শেয়ার করুন