ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

অবস্থান জানলে ধরেই ফেলতাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালালেও ঘাতকদের বর্তমান অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এখন যদি কোথায় আছে জানতাম, ধরেই ফেলতাম।’ তিনি স্পষ্ট করে জানান, কোথায় তারা রয়েছে দেশে নাকি দেশের বাইরে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো সরকারের হাতে নেই।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “যদি আমাদের কাছে নির্ভরযোগ্য খবর থাকতো, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হতো।” তবে হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে ফয়সালের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় তাকে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

হত্যাকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মূল হোতাকে শনাক্ত করা গেছে এবং বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে নিজের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি যদি পদত্যাগ করতাম, তাহলে আজ এখানে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতাম না।” এ বক্তব্যের মাধ্যমে তিনি পদত্যাগের আলোচনা সম্পূর্ণভাবে নাকচ করে দেন।

সংবাদটি শেয়ার করুন