ইসরায়েলের অতিদানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ফিলিস্তিনি বন্দিদের রাখার জন্য একটি কুমির-ঘেরা কারাগার তৈরির প্রস্তাব দিয়েছেন। দেশটির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রস্তাবটি বর্তমানে ইসরায়েল প্রিজন সার্ভিস দ্বারা পর্যালোচনা করা হচ্ছে। তবে অনেকেই এটিকে অস্বাভাবিক এবং উদ্বেগজনক বলে মনে করছেন।
প্রস্তাবিত কারাগারটি উত্তর ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির হামাত গাদের এলাকায় নির্মাণের কথা। ওই এলাকা পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত এবং ইতিমধ্যেই সেখানে নিয়ন্ত্রিত কুমির অভয়ারণ্য রয়েছে। পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা জোরদার করতে আরও কুমির আনা হতে পারে।
মানবাধিকার সংগঠন বি’ত্সেলেম-এর চেয়ারম্যান অর্লি নোয় এই প্রস্তাবের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি ইসরায়েলের বর্তমান অবস্থার আরেকটি ভয়ঙ্কর উদাহরণ, যেখানে প্রকাশ্যে মানুষের নিরাপত্তা ও ন্যায্য বিচারের প্রতি খেয়াল রাখা হচ্ছে না।
এদিকে, বেন গভির নেসেটে উত্থাপিত একটি বিতর্কিত বিলের ওপর শিগগিরই ভোট অনুষ্ঠিত হবে। ওই বিল পাস হলে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ তৈরি হবে, বিশেষ করে তাদের বিরুদ্ধে ইসরায়েলিদের ওপর হামলার পরিকল্পনা বা বাস্তবায়নের অভিযোগ থাকলে। তবে একই পরিস্থিতিতে ইসরায়েলিদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে না, যা আন্তর্জাতিক মহলে বৈষম্যের অভিযোগ তুলেছে।
মানবাধিকার বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রস্তাব এবং আইন আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ন্যায্য বিচারের মৌলিক নীতির পরিপন্থী।




