ঢাকা | বুধবার
২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৪ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্টেশন ছাড়াই মেট্রোরেল কার্ড রিচার্জ

ঢাকাবাসীর দৈনন্দিন যাতায়াতে বড় স্বস্তি এনে দিয়েছে মেট্রোরেল। নিয়মিত যাত্রীরা র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড ব্যবহার করলেও আগে কার্ড রিচার্জ করতে মেট্রো স্টেশনের কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। যাত্রীদের ভিড়ের কারণে এতে সময় নষ্ট হতো অনেকের।

এখন সেই ভোগান্তি অনেকটাই কমেছে। স্টেশনে না গিয়েই অনলাইনে স্থায়ী কার্ড রিচার্জের সুবিধা চালু করেছে কর্তৃপক্ষ। গত ২৫ নভেম্বর থেকে ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে র‍্যাপিড পাস ও এমআরটি পাস কার্ড রিচার্জ করা যাচ্ছে।

বিকাশের মাধ্যমে কার্ড রিচার্জ করতে হলে প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করে সাজেশন সেকশন থেকে ‘মেট্রোরেল’ অপশন নির্বাচন করতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে র‍্যাপিড পাসের ওয়েব পেজ খুলবে। সেখানে নতুন ব্যবহারকারীদের ‘নিবন্ধন’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও ওটিপি দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে।

একবার নিবন্ধন সম্পন্ন হলে পরবর্তীতে মোবাইল নম্বর বা ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে সহজেই সাইন ইন করা যাবে। এরপর ‘রিচার্জ’ অপশনে গিয়ে র‍্যাপিড পাস বা এমআরটি পাস কার্ড নির্বাচন করে রিচার্জের পরিমাণ উল্লেখ করতে হবে।

এরপর ‘পে উইথ বিকাশ’ বাটনে ক্লিক করে বিকাশ নম্বর, ভেরিফিকেশন কোড ও গোপন পিন প্রদান করলে রিচার্জ প্রক্রিয়া সম্পন্ন হবে। সফল রিচার্জের তথ্য খুদে বার্তার মাধ্যমে মোবাইলে জানিয়ে দেওয়া হবে।

অনলাইনে রিচার্জের ক্ষেত্রে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। এছাড়া বিকাশ ব্যবহার করে রিচার্জ করলে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন