ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃ’ত্যু

কারা হেফাজতে ওয়াসিকুর রহমান বাবু (৪৩) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।

নিহত ওয়াসিকুর রহমান বাবু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং এনায়েতুর রহমানের ছেলে। রাজনৈতিক জীবনে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের বাড্ডা থানা শাখার সাবেক সভাপতি ছিলেন।

বর্তমানে তিনি বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ জানান, গ্রেপ্তারের পর গত ২৭ সেপ্টেম্বর ওয়াসিকুর রহমানকে কাশিমপুর কারাগার-২ এ নেওয়া হয়। একটি মামলায় আদালত তার রিমান্ড মঞ্জুর করলে রবিবার বিকেলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

তিনি আরও জানান, পুলিশের কাছে হস্তান্তরের সময় কারাগারের ফটকে হঠাঅজ্ঞান হয়ে পড়েন ওয়াসিকুর রহমানতাৎক্ষণিকভাবে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ

সংবাদটি শেয়ার করুন