আরব আমিরাতের দুই শহর আবুধাবি ও দুবাই আজ প্রত্যক্ষ করল বাংলাদেশি ক্রিকেটারদের শাসন। দিনের শুরুটা হয়েছিল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মোস্তাফিজের তোপ দিয়ে, আর শেষটা হলো দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সাকিবের ঘূর্ণি জাদুতে। প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টি খেলতে গিয়ে দুই তারকাই এখন টুর্নামেন্টের মধ্যমণি।
বিকেলে গালফ জায়ান্টসের বিপক্ষে মাঠে নেমেছিল মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস। ৩.৫ ওভারে মাত্র ৩৪ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন ‘কাটার মাস্টার’। তাঁর এই বিধ্বংসী বোলিংয়ের সুবাদে ৬ উইকেটের বড় জয় পায় ক্যাপিটালস। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ফিজ। ১৫ উইকেট নিয়ে তাঁর ঠিক উপরেই আছেন সতীর্থ ওয়াকার সালামখেইল।
আগের দুই ম্যাচে কিছুটা খরুচে বোলিং করলেও আজ নিজের চেনা ছন্দে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমআই এমিরেটসের হয়ে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। কোনো বাউন্ডারি তো দূরে থাক, একটি ওয়াইড বা নো বলও দেননি তিনি। ইনিংসের সপ্তম ওভারে ফখর জামানকে স্টাম্পিং এবং নবম ওভারে স্যাম কারানকে ‘কট অ্যান্ড বোল্ড’ করে ভাইপার্সকে ব্যাকফুটে ঠেলে দেন সাকিব। সাকিবের এই স্পেলে ভর করে ভাইপার্সকে মাত্র ১২৪ রানেই আটকে দেয় এমিরেটস।
আজকের এই জয়ের পর পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করেছে দুই বাংলাদেশির দলই। ৮ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে মোস্তাফিজের দুবাই ক্যাপিটালস (+০.৮৩৬)। সমান ৮ পয়েন্ট নিয়ে তিনে আছে সাকিবের এমআই এমিরেটস (+০.৩৪১)। তবে আজকের ম্যাচে ভাইপার্সকে হারালে এমিরেটস টেবিলের দুই নম্বরে উঠে আসার সুযোগ পাবে। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে চার ও পাঁচে আছে যথাক্রমে গালফ জায়ান্টস ও আবুধাবি নাইট রাইডার্স।




