দেশের স্বর্ণবাজারে টানা চতুর্থবারের মতো দাম বেড়ে নতুন রেকর্ড গড়েছে। এবার ভরিতে সোনার দাম বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫০ টাকা বেড়ে দুই লাখ ১৮ হাজার ১১৭ টাকায় পৌঁছেছে। এই নতুন মূল্য আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।
রবিবার (২১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বাজুস নতুন দর সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৮ হাজার ২০২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপা চার হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা তিন হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা দুই হাজার ৬০১ টাকা নির্ধারিত হয়েছে।




