ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘বিভ্রান্তিকর প্রচার’ হিসেবে দেখার সুযোগ নেই: পররাষ্ট্র মন্ত্রণালয়

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ঘটে যাওয়া সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ভারতের বক্তব্যকে সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। নয়াদিল্লির ঘটনায় ভারতীয় প্রতিক্রিয়ার পর রোববার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনাকে ‘বিভ্রান্তিকর প্রচার’ হিসেবে দেখানোর সুযোগ নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শনিবার রাতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে যে অযৌক্তিক পরিস্থিতির সৃষ্টি হয়, তা অত্যন্ত দুঃখজনক। হাইকমিশনের ঠিক বাইরে দুর্বৃত্তদের কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়েছিল, যা কমপ্লেক্সের ভেতরে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক তৈরি করে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ওই বিক্ষোভ বা পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ হাইকমিশনকে আগে থেকে কোনো তথ্য জানানো হয়নি। অথচ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার ভারত সরকার করেছে, সে বিষয়টি স্মরণ করিয়ে দেয় ঢাকা।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারতের মন্তব্যেরও কঠোর বিরোধিতা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, হিন্দু সম্প্রদায়ের একজন নাগরিকের ওপর বিচ্ছিন্ন হামলার ঘটনাকে ‘সংখ্যালঘুদের ওপর সামগ্রিক হামলা’ হিসেবে তুলে ধরার চেষ্টা বাস্তবসম্মত নয়।

বাংলাদেশ সরকার ওই যুবককে পুড়িয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজনদের দ্রুত গ্রেপ্তার করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দেশের আন্তঃসম্প্রদায়িক পরিস্থিতি দক্ষিণ এশিয়ার অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো। একই সঙ্গে বাংলাদেশ মনে করে, নিজ নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এ অঞ্চলের সব সরকারের সম্মিলিত দায়িত্ব।

সবশেষে বিবৃতিতে ইঙ্গিত দেওয়া হয়, পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক দায়বদ্ধতার ভিত্তিতেই এ ধরনের সংবেদনশীল বিষয় মোকাবিলা করা প্রয়োজন, যাতে দুই দেশের সম্পর্ক অযথা উত্তেজনার মুখে না পড়ে।

সংবাদটি শেয়ার করুন