বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার (২২ ডিসেম্বর) থেকে রজব মাস গণনা শুরু হচ্ছে। এর ফলে আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) দিবাগত রাতে সারাদেশে মুসলমানরা পবিত্র শবে মিরাজ পালন করবেন।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে রজব মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সে অনুযায়ী সোমবার থেকে রজব মাস শুরু হবে এবং ১৬ জানুয়ারি শবে মিরাজ পালিত হবে।
শবে মিরাজ উপলক্ষে বাংলাদেশে সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে এবং সরকারি দপ্তরে ঐচ্ছিক ছুটি পালন করা হয়। তবে এ বছর শবে মিরাজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে পড়ায় আলাদা ছুটির প্রয়োজন পড়ছে না।
সভায় আরও উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির অন্যান্য সদস্যরা।
ইসলামি বিশ্বাস অনুযায়ী, শবে মিরাজ বা ঊর্ধ্বগমনের রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহ তায়ালার বিশেষ সাক্ষাৎ লাভ করেন। ২৬ রজব দিবাগত এই ঐতিহাসিক রাত মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়ার মাধ্যমে ইবাদতে মশগুল থাকেন। অনেকেই এই দিনে নফল রোজা পালন করে থাকেন এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন।




