অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্র্যান্ড ফিনালে ভারতকে ধুলোয় মিশিয়ে দিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। দুবাইয়ের আইসিসিএ (ICCA) মাঠে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে এশিয়াজয়ের উল্লাসে মাতল পাকিস্তানি যুবারা। পাকিস্তানের দেওয়া ৩৪৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ।
ম্যাচ সংক্ষেপ:
পাকিস্তান অনূর্ধ্ব-১৯: ৩৪৭/৮ (৫০ ওভার)
ভারত অনূর্ধ্ব-১৯: ১৫৬ (২৬.২ ওভার)
ফলাফল: পাকিস্তান ১৯১ রানে জয়ী।
পাকিস্তানের ব্যাটিং তাণ্ডব:
ফাইনালে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল স্কোর দাঁড় করায় পাকিস্তান। দলের ব্যাটাররা শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেন। টপ অর্ডারের শক্ত ভিত এবং মিডল অর্ডারের ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের ফাইনালের ইতিহাসে অন্যতম বড় সংগ্রহ পায় পাকিস্তান।
ভারতের ব্যাটিং বিপর্যয়:
৩৪৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দিশেহারা দেখায় ভারতীয় যুবাদের। পাকিস্তানি পেস ও স্পিন আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়ার টপ অর্ডার। মাত্র ১৫৬ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস, খেলা শেষ হয় মাত্র ২৬.২ ওভারে। ১৯১ রানের এই হার ভারতের জন্য একটি বড় লজ্জাজনক পরাজয় হিসেবে চিহ্নিত হয়ে থাকল।
এই জয়ের মাধ্যমে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করল। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের করে নিল তারা।




