ভারতের কেরালার পালাক্কাড জেলায় ‘বাংলাদেশি নাগরিক’ সন্দেহে এক দলিত পরিযায়ী শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম রামনারায়ণ বাঘেল, বয়স ৩১ বছর। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা এবং কাজের সন্ধানে ১৩ ডিসেম্বর কেরালায় পৌঁছেছিলেন। পালাক্কাডের একটি নির্মাণস্থলে দিনমজুর হিসেবে কাজ চলাকালীন স্থানীয়দের সন্দেহে একদল মানুষ লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে ‘বাংলাদেশি নাগরিক’ মনে করে আক্রমণ করা হয়েছিল।
নিহতের পরিবার গভীর শোকে ডুবে আছে। স্ত্রী ললিতা এবং আট ও নয় বছরের দুই সন্তান রয়েছে। নিহতের স্বজন কিশান বাঘেলের বরাতে জানা যায়, রামনারায়ণ চরম দারিদ্র্যের মধ্যে জীবিকা নির্বাহ করছিলেন। স্ত্রী ললিতা বর্তমানে পালাক্কাডে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা দেখছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেরালা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যার প্রকৃত কারণ ও পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তসহ সমস্ত আইনি প্রক্রিয়া শেষে তার গ্রামের বাড়িতে পাঠানো হবে।
ওয়ালায়ার থানায় ভারতীয় দণ্ডবিধির ১০৩(১) ধারায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আধার কার্ডের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়েছে এবং বিষয়টি ছত্তিশগড়ের পুলিশকে জানানো হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসরত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে এই হত্যাকাণ্ড নতুন করে উদ্বেগ তৈরি করেছে।




