ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে ভিসি কার্যালয় ঘেরাও

দুটি আবাসিক হলের নাম পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন ডাকসুর নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী। উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা তাদের দাবি বাস্তবায়নে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে ‘বীর প্রতীক সেতারা বেগম’ রাখা হোক। একই সঙ্গে জুলাইয়ের গণহত্যার ঘটনায় সমর্থন দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতা-কর্মী এবং আবাসিক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ ও দাবি তুলে ধরেন।

ঘেরাও কর্মসূচিতে বক্তব্য রাখেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে তারা স্বৈরাচারবিরোধী অবস্থান নিয়েছেন এবং বর্তমান বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ে কোনো স্বৈরাচারী প্রতীকের উপস্থিতি মেনে নেওয়া হবে না। পাশাপাশি জুলাইয়ের ঘটনায় যাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ, তাদেরকে প্রশাসনিক জবাবদিহির আওতায় আনার দাবি জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন