দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে বেকার্সডাল টাউনশিপের একটি পানশালায় বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার রাত ১টার দিকে এই ভয়াবহ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে এবং তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ জন একসাথে সাদা রঙের একটি গাড়িতে এসে পানশালায় প্রবেশ করে গ্রাহকদের লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। হামলাকারীরা পরে নির্বিচারে গুলি করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাগ্রস্ত পানশালাটি লাইসেন্সধারী। দক্ষিণ আফ্রিকার সরকারি সম্প্রচার মাধ্যম এসএবিসির খবরে বলা হয়েছে, হামলাকারীরা পানশালার ভেতরের গ্রাহকদের সঙ্গে বাইরে থাকা পথচারীদেরও লক্ষ্য করে গুলি চালিয়েছে।
ঘটনার সময় পানশালায় থাকা লোকজন চিৎকার শুরু করলে প্রাণ বাঁচাতে দ্বিগুণ চেষ্টা করে দৌঁড়াতে শুরু করেন।
গাউটেং প্রদেশের পুলিশ কমিশনারের দায়িত্বপ্রাপ্ত ফ্রেড কেকানা জানিয়েছেন, “আমরা এখনো প্রত্যক্ষদর্শীদের বিবৃতি সংগ্রহ করছি। জাতীয় অপরাধ ও ব্যবস্থাপনা দল ঘটনাস্থলে পৌঁছেছে। পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।” তবে হামলায় কারা জড়িত তা নিয়ে এখনো স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।




