ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বলে জানানো হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার পক্ষে তার নির্বাচনী সমন্বয়ক ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সমর্থন জানান।
হেলালুজ্জামান লালু বলেন, বগুড়া-৭ আসনটি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। অতীতে তিনি এই আসন থেকেই টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি আরও জানান, এই এলাকার সাধারণ মানুষ তাদের প্রিয় নেত্রীকে আবার সংসদে দেখতে চায় এবং সেই প্রত্যাশা থেকেই দল এবার সর্বোচ্চ ভোট পাওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে।
খালেদা জিয়ার প্রার্থী হওয়ার খবরে গাবতলী ও শাজাহানপুর জুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় নেতারা মনে করছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই আসনে খালেদা জিয়ার বিজয় নিশ্চিত হবে এবং তিনি আগের মতোই বিপুল ভোটে জয়ী হবেন।




