ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশব্যাপী চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থার সর্বশেষ অগ্রগতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি নিয়ে জনসাধারণ ও গণমাধ্যমকে অবহিত করতেই এই ব্রিফিং আয়োজন করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৫টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি এবং ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ সংক্রান্ত সর্বশেষ অবস্থা তুলে ধরতেই এই প্রেস ব্রিফিং ডাকা হয়েছে।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর থেকে সারাদেশে যৌথবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের প্রথম সপ্তাহেই পাঁচ হাজার ৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন