লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকায় সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ বলে জানা গেছে। ঘটনাটি দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে ঘটেছে।
রোববার (২১ ডিসেম্বর) দহগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস-এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে তিনি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
৫১ বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আটক হওয়া বিএসএফ সদস্য বেদ প্রকাশ ভারতের ১৭৪/অর্জুন ক্যাম্পে কর্মরত। তিনি ভারতীয় গরু ধাওয়া করতে গিয়ে শূন্য লাইন পেরিয়ে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যান।
আটক বিএসএফ সদস্যের কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। দহগ্রাম অঞ্চলটি ভারতবেষ্টিত হওয়ায় বিএসএফ সদস্যদের উস্কানিমূলক তৎপরতা দীর্ঘদিন ধরেই চলমান। এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি অবিলম্বে সীমান্তে বাড়াবাড়ি বন্ধের দাবি জানান।
যদিও এ বিষয়ে ৫১ বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে বিএসএফ সদস্য আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী।




