ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবের ক্রিকেটার চাওয়ার প্রস্তাব নাকচ করেছে বিসিবি

সৌদি আরবের ক্রিকেটার চাওয়ার প্রস্তাব নাকচ করেছে বিসিবি

সৌদি আরব বাংলাদেশ থেকে ক্রিকেটার এবং কোচ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছে, দেশের স্বার্থের বাইরে গিয়ে এমন কোনো প্রস্তাব তারা মেনে নিতে পারেননি। তিনি বলেন, “তাদের প্রস্তাব নাকচ করা ছাড়া কোনো বিকল্প নেই।”

সৌদি আরব ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে ক্রিকেটে বড় বিনিয়োগ করছে। দেশটি ঘরোয়া ক্রিকেট শক্তিশালী করতে চায় এবং আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোতে চায়। দীর্ঘমেয়াদে তারা বিভিন্ন দেশের খেলোয়াড় ও কোচ নিয়ে খেলানোর পরিকল্পনা করছে। একই পথে আগে সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রও এগিয়েছিল।

বিসিবি সভাপতি বলেন, “তারা দুই মাস আগে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। পুরুষ ও নারী খেলোয়াড় চেয়েছে, পরে কোচও চেয়েছে। কিন্তু দেশের স্বার্থের ক্ষতি করে এটা করা সম্ভব নয়।” সৌদি আরব ইতোমধ্যে গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপে বড় বিনিয়োগ করছে এবং আইসিসি ও এসিসির সহায়তায় ক্রিকেটেও নিজের অবস্থান তৈরি করতে চায়।

সংবাদটি শেয়ার করুন