ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জামাই হিসেবে ভোটে এসেছি, আপনাদের ভালোবাসা চাই: তাহেরি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাটমাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী এবং বৃহত্তর সুন্নী জোটের ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি চুনারুঘাট-মাধবপুর উপজেলার অবহেলিত চা শ্রমিকদের কল্যাণ এবং অঞ্চলটির অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির উদ্দীন (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী কার্যক্রমের শুরু করেন।

মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরি বলেন, “আমি আপনাদের এলাকার জামাই। অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দেবেন। আমি আপনাদের ভালোবাসায় নির্বাচনে এসেছি এবং আপনারা আমাকে ভালোবাসায় দেখতে চাই।”

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সচিব মাওলানা ছোলাইমান খান রাব্বানীসহ অন্যান্য নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন