ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনের শেষ ঠিকানা রাজপথ : ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, যিনি বর্তমানে কারাবন্দি, তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের আন্দোলনের জন্য প্রস্তুত হতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, যখন ন্যায়বিচারের সব পথ বন্ধ হয়ে গেছে এবং আদালতে সঠিক শুনানি সম্ভব নয়, তখন রাজপথে প্রতিবাদই একমাত্র বিকল্প।

শনিবার (২০ ডিসেম্বর) ইসলামাবাদের খাইবার পাখতুনখোয়া হাউসে এক সংবাদ সম্মেলনে ইমরানের বার্তা তুলে ধরেন পিটিআই-এর মহাসচিব সালমান আকরাম রাজা।

তিনি জানান, তোশাখানা-২ মামলায় এক বিশেষ আদালত ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে পৃথকভাবে ১৭ বছরের কারাদণ্ড প্রদান করেছে। এছাড়া, ইমরান খানের পরিবারের সদস্যদের আদালতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং আদালতে বিচারকরা ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হবেন।

পিটিআই-এর আইনজীবীরা বলছেন, ইমরান খানকে একাকী কারাগারে রাখা হয়েছে।

সালমান আকরাম রাজা জানিয়েছেন, ইমরান খান তার অবস্থান থেকে এক ইঞ্চিও সরে যাবেন না এবং প্রয়োজনে শাহাদাতের বিনিময়ে হলেও জনগণের স্বাধীনতা রক্ষায় প্রস্তুত।

তিনি আরও বলেন, আদালতে ন্যায়বিচার আর পাওয়া যাচ্ছে না, তাই জনগণের প্রতিবাদই একমাত্র পথ। পিটিআই এবং বিরোধী রাজনৈতিক নেতারা এই রায়কে চরম অবিচার হিসেবে সমালোচনা করেছেন এবং সামাজিক মাধ্যমে একে ইতিহাসের একটি “অন্ধকার অধ্যায়” হিসেবে উল্লেখ করেছেন।

সংবাদটি শেয়ার করুন