ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবি বিজ্ঞান ইউনিটের স্থগিত ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের (স্নাতক) স্থগিত ভর্তি পরীক্ষা আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা বিকেল ৩:৩০ থেকে ৫:০০ পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে এই তথ্য জানানো হয়েছে। পরীক্ষার্থীদের জন্য ইতিমধ্যে প্রকাশিত প্রবেশপত্রের রোল ও সিরিয়াল নম্বর অপরিবর্তিত থাকবে। তবে সংশোধিত আসনবিন্যাস ২৫ ডিসেম্বর প্রকাশ করা হবে।

একই সময়ে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সঙ্গে সংঘর্ষ এড়াতে কেন্দ্র পরিবর্তনের প্রয়োজন হলে পরীক্ষার্থীরা ২১ ডিসেম্বর বিকেল ৫টা থেকে ২৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় অবশ্যই অনলাইনে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড, ঢাবি বিজ্ঞান ইউনিটের প্রবেশপত্র এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের কপি আপলোড করতে হবে। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন