হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেই ফুটবল ইতিহাসের নতুন অধ্যায় শুরু করেছেন। দেশের ফুটবলের জন্য তিনি হয়ে উঠেছেন একটি নতুন দিশার প্রদর্শক। তবে এবার ফুটবল নয়, ক্রিকেটের ব্যাট হাতে দেখা গেছে এই তারকাকে।
গতকাল বাংলাদেশ সময় রাত ৯টায় ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটি কুইন্স পার্ক রেঞ্জার্সের মুখোমুখি হয়েছিল। ম্যাচ শুরুর আগে দলের অনুশীলনে হামজা কিছু সময়ের জন্য ফুটবল ভুলে ক্রিকেটের আনন্দে মেতে ওঠেন। সতীর্থদের সঙ্গে ব্যাট হাতে তিনি যেন অন্য এক খেলাধুলার জগতে হারিয়ে যান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সতীর্থরা তাকে পাঁচটি বল দেন। প্রথম বলে শট খেললেও টাইমিং ঠিক হয়নি, দ্বিতীয় বলে দুর্দান্তভাবে বল লাগালেও পরের তিনটিতে ব্যর্থ হন। টানা তিন ব্যর্থ শটের পরও হাসিমুখে অনুশীলন শেষ করেন। শুধু ব্যাটিং নয়, অনুশীলনে বোলিং করতেও তাকে দেখা গেছে।
হামজা চলতি বছরের মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে অভিষেক করেন। এরপর সিঙ্গাপুর এবং হংকংয়ের বিপক্ষে খেলেছেন। গত মাসে জাতীয় স্টেডিয়ামে ভারতকে ১-০ গোলে হারানোর ম্যাচে তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং গোললাইন থেকে দারুণ সেভ করেছেন। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আবারও বাংলাদেশের হয়ে মাঠে নামবেন।




