নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন রোববার থেকে তার ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। শনিবার (২০ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের (আইভ্যাক) ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ২১ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে ভারতের ভিসা কার্যক্রম স্থগিত থাকবে। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে ঘোষণা করা হবে।
এর আগে, গত বুধবার নিরাপত্তা শঙ্কার কারণে ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্র দুপুর ২টা থেকে বন্ধ রাখা হয়। ওই দিন দুপুর ৩টায় জুলাই ঐক্যের ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ডাক দেওয়া হয়। বিক্ষুব্ধরা শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে রামপুরা ব্রিজ থেকে হাইকমিশনের দিকে পদযাত্রা শুরু করেন। তবে ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা শঙ্কা এবং কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ পদযাত্রাটি বাড্ডাতে আটকে দেয়।
পরের দিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আইভ্যাক-জেএফপি’র নিয়মিত ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হয়।




