নির্বাচন ও গণভোটকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন আজ রোববার (২১ ডিসেম্বর) সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন।
নির্বাচন কমিশন সূত্র জানায়, এদিন সিইসি আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে দুপুর ১২টায় বৈঠক করবেন। পরে আড়াইটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সভা অনুষ্ঠিত হবে।
সভায় নির্বাচন কমিশনারদের সঙ্গে উপস্থিত থাকবেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা, পাশাপাশি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।




