মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরীর পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী রবিবার (২১ ডিসেম্বর) থেকে আরবি বর্ষপঞ্জির সপ্তম মাস রজবের প্রথম দিন শুরু হবে। রজবের চাঁদ দেখা মিলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে পবিত্র রমজান মাসের ক্ষণগণনা।।
শনিবার গালফ নিউজ জানিয়েছে, আরব আমিরাতে রজবের চাঁদ দেখা গেছে।
রজব চারটি পবিত্র মাসের মধ্যে অন্যতম এবং মুসলিমদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মূলত এই মাস থেকেই পবিত্র রমজানের প্রস্তুতি শুরু হয়। রজব ও পরবর্তী মাস শা’বান শেষ হওয়ার পরই রহমতের মাস রমজান শুরু হবে।
চাঁদ দেখার ভিত্তিতে রজব ও শাবান মাস যদি ২৯ বা ৩০ দিন পূর্ণ করে, তবে আগামী ৬০ থেকে ৬১ দিনের মধ্যে পবিত্র রমজান মাসের শুরু হবে।




