ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সমাজ বদলের প্রত্যয় নিয়েই রাজনীতিতে এসেছি: অ্যাটর্নি জেনারেল

ভোটের অধিকার ও নৈতিক রাজনীতির প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি কখনোই ভোট ডাকাতি কিংবা ভোট চুরির মাধ্যমে এমপি হতে চান না। সমাজ বদলের প্রত্যয় নিয়েই তিনি রাজনীতিতে এসেছেন—ব্যক্তিগত সম্পদ অর্জন বা বিলাসী জীবনের জন্য নয়।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আল্লাহ আমাকে বাড়ি-গাড়ি ও সন্তান দিয়েছেন। এসব পাওয়ার জন্য আমি রাজনীতিতে আসিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই আমি একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।”

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ আবার ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। এতদিন জনগণ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এই অধিকার ফিরিয়ে দেওয়াই এখন সময়ের দাবি।

শৈলকুপার ভবিষ্যৎ নিয়ে নিজের স্বপ্নের কথা তুলে ধরে তিনি বলেন, এই জনপদ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস কর্মকর্তা, সৎ ব্যবসায়ী ও নৈতিক মানুষ তৈরি হবে। এমন একটি উন্নত ও মানবিক শৈলকুপা গড়ার লক্ষ্য নিয়েই তিনি জনগণের পাশে থাকতে চান।

তিনি বলেন, “রাজপথে দেখা হবে, ধানের শীষের মিছিলে কথা হবে। উন্নয়ন, গণতন্ত্র, আইনের শাসন এবং একটি স্বপ্নের শৈলকুপা গড়ার মিছিলে আমরা একসঙ্গে থাকব।”

বক্তব্যের শেষাংশে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন। একই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশের আরেক সাহসী সন্তান শহীদ শরীফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুন