ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদিতে সুখবর

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় প্রতিবছর বাংলাদেশ থেকে শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়ে ৫০০-তে উন্নীত করেছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করে। পাশাপাশি সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

দূতাবাস জানায়, সৌদি আরবে বর্তমানে ৩০টি পাবলিক ও ১৪টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা প্রদান করছে। এসব বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও ডিপ্লোমা পর্যায়ে বিভিন্ন বিষয়ে বিদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তিসহ অধ্যয়নের সুযোগ রয়েছে।

বৃত্তির আওতায় যে বিষয়গুলোতে পড়াশোনা করা যাবে সেগুলো হলো— অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল।

বয়সসীমা অনুযায়ী, স্নাতক পর্যায়ের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। স্নাতকোত্তরের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর এবং পিএইচডির জন্য ৩৫ বছর নির্ধারণ করা হয়েছে।

এই বৃত্তির আওতায় ইসলামিক ইউনিভার্সিটি অব মাদীনা, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটি, হাইল ইউনিভার্সিটি, নাজরান ইউনিভার্সিটি, জাযান ইউনিভার্সিটি, উম্মুল ক্বোরা ইউনিভার্সিটি, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটিসহ একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ থাকছে।

এর আগে বিদেশি শিক্ষার্থীদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে আবেদন করতে হতো।

তবে নতুন ব্যবস্থায় “Study in Saudi” নামে একটি একক অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা সর্বোচ্চ ২৫টি বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে পছন্দ অনুযায়ী তিনটি প্রতিষ্ঠান নির্বাচন করে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে মেধা ও নির্ধারিত কোটার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

সৌদি বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া জানতে আগ্রহীদের সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশের আহ্বান জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।

সৌদি বৃত্তি সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটঃ- https://studyinsaudi.moe.gov.sa/Universities

সংবাদটি শেয়ার করুন