ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রিকশায় নিজের খুনের ভবিষ্যৎবাণী করেছিলেন হাদি!

নিরাপত্তা নিয়ে নিজের শঙ্কার কথা বলতে গিয়ে যা বলেছিলেন, ঠিক সেই রিকশাতেই প্রাণঘাতী হামলার শিকার হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে জীবনের লড়াইয়ে হার মানেন এই তরুণ রাজনীতিক।

মৃত্যুর কিছুদিন আগে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছিলেন হাদি। তিনি বলেছিলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে মাত্র ৫ হাজার টাকায় কন্টাক্ট কিলিং করানো সম্ভব। আমি রিকশায় চলাফেরা করি, যেকোনো মাদকাসক্তকে সামান্য কিছু টাকা দিলেই তারা আমাকে একটা পোচ মেরে চলে যেতে পারে।”

তিনি দেশের দারিদ্র্য ও অপরাধের যোগসূত্র তুলে ধরে আরও বলেছিলেন, “মানুষ প্রশ্ন করে সমাজ ও রাজনীতি কবে বদলাবে? আমি বলি, যত ভালো কথাই বলি না কেন, মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন না হলে কোনো সুফল আসবে না। চরম দারিদ্র্য মানুষকে অপরাধপ্রবণ ও দুর্নীতিগ্রস্ত করে তোলে। যতদিন এই দারিদ্র্য দূর না হবে, ততদিন একটি আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়।”

গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ব্যাটারিচালিত রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পেছন থেকে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য এয়ারঅ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন