ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবির বিজ্ঞান ইউনিটের স্থগিত পরীক্ষার সম্ভাব্য তারিখ

শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে স্থগিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার সম্ভাব্য নতুন তারিখ চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এখন কেবল উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের আনুষ্ঠানিক সম্মতির অপেক্ষা; তিনি সবুজ সংকেত দিলেই আজই সময়সূচি প্রকাশ করা হবে।

সভার সূত্রগুলো জানিয়েছে, কর্তৃপক্ষ চলতি মাসেই পরীক্ষাটি সম্পন্ন করার পরিকল্পনা করছে। উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। হাদির জানাজা ও দাফনসহ শোক দিবসের কর্মসূচিতে উপাচার্য ব্যস্ত থাকায় আনুষ্ঠানিক ঘোষণাটি কিছুটা বিলম্বে আসতে পারে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাহসী জুলাই যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি। তাঁর সম্মানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এই শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা আয়োজন উপযুক্ত নয় বিবেচনা করে ১৯ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০ ডিসেম্বরের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, আজকের মধ্যেই উপাচার্যের অনুমোদন সাপেক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পরীক্ষার নতুন সময়সূচি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন