ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান শহীদ শরীফ ওসমান হাদির দাফনের পর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে এবং মা তার সন্তানকে আবার ফিরে পেয়েছেন। তিনি সকলের কাছে শহীদ হাদির জন্য দোয়া রাখার অনুরোধ জানান।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দাফনের পর সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, শহীদ হাদির পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে। তিনি জানান, এই কঠিন সময়ে পরিবারের ধৈর্য ও সাহসের সঙ্গে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় কৃতজ্ঞ।
উপাচার্য আরও বলেন, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবরস্থান কেবল দাফনের স্থান নয়, এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান প্রদর্শনের প্রতীক। এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বিশ্ববিদ্যালয়ের সন্তানদের কবর রয়েছে। শহীদ হাদিকে এখানে দাফনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছে।
ড. নিয়াজ আহমেদ খান জানান, হাদির দাফনের বিষয়ে শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় পরিবারের সম্মতি নিয়ে শহীদ হাদিকে দাফনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া দাফন প্রক্রিয়ায় সহযোগিতা করা সবাইকে তিনি ধন্যবাদ জানান।
উপাচার্য দাফনের মাধ্যমে ইসলামী দৃষ্টিতে শহীদদের বিশেষ মর্যাদা তুলে ধরেন এবং রাসূলুল্লাহ (সা.)-এর হাদিসের আলোকে শহীদদের মর্যাদা অনুভব করার বিষয়টি উল্লেখ করেন।




