ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শনিবার বিকেলে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে। দাফনের আগে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে সেখানে জড়ো হন হাজার হাজার মানুষ, অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে হাদির লাশ দাফনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হয়। দুপুরের জানাজার পর অ্যাম্বুলেন্সে লাশটি বিশ্ববিদ্যালয়ের দিকে রওনা হয়।
গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার লাশ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হয়।




