ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির শেষ যাত্রার গন্তব্যে পৌঁছেছে তার মরদেহ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে শোকাহত মানুষের উপস্থিতির মধ্য দিয়ে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় পৌঁছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক প্রাঙ্গণে পৌঁছানোর পর আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শহীদ হাদিকে দাফন করা হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শুভাকাঙ্ক্ষী, সহযোদ্ধা ও সাধারণ মানুষ শেষবারের মতো প্রিয় নেতাকে বিদায় জানাতে বিশ্ববিদ্যালয় এলাকায় ভিড় করেন।
এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে গভীর শোক ও শ্রদ্ধার আবহ। নীরব অশ্রু আর স্তব্ধতার মধ্যে দিয়ে একজন সংগ্রামী কণ্ঠস্বরকে শেষ বিদায় জানাচ্ছে জাতি।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।




