ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আক্ষেপ করে যা বললেন শহীদ হাদির ভাই

শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের এক সপ্তাহেরও বেশি সময় পার হলেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

জানাজা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ‘দিবালোকে, রাজধানীর বুকে জুমার নামাজের পর একজন মানুষকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো। অথচ সাত থেকে আট দিন পেরিয়ে গেলেও একজন খুনিও ধরা পড়েনি। যদি এই সময়ের মধ্যে তারা সীমান্ত পার হয়ে যায়, তাহলে সেটি জাতির জন্য চরম লজ্জার বিষয়।’

তিনি আরও বলেন, ‘মাত্র পাঁচ থেকে সাত ঘণ্টার ব্যবধানে তারা কীভাবে দেশ ছাড়তে পারে—এই প্রশ্ন আমি গোটা জাতির কাছে রেখে যাচ্ছি। আমার কোনো ব্যক্তিগত দাবি নেই। আমার ভাই ওসমান হাদি শহীদ হয়েছে। শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার নিজের মধ্যেই ছিল। আপনারা তার বক্তব্য শুনেছেন, তার অবস্থান জানেন।’

বক্তব্যের শেষাংশে আবু বকর সিদ্দিক অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন