প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও আদর্শ ও চেতনায় তিনি চিরকাল বেঁচে থাকবেন। তাকে বিদায় জানানোর জন্য নয়, বরং তার স্মৃতিকে ধারণ করেই এই সমাবেশ—এ কথা জানিয়ে তিনি বলেন, হাদিকে কেউ কোনোদিন ভুলতে পারবে না।
শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ ওসমান হাদি বিন হাদির জানাজা শুরুর আগে দেওয়া সংক্ষিপ্ত কিন্তু আবেগঘন বক্তব্যে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, “প্রিয় হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি যে আদর্শ ও চেতনার মন্ত্র রেখে গেছো, সেটাই আমাদের পথ দেখাবে। সেই মন্ত্র বুকে ধারণ করে আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যাব।”
তিনি আরও বলেন, হাদির দেখানো পথেই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে। মানুষ তাকে ভুলে যাবে না, বরং তার রেখে যাওয়া আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে বহন করে নিয়ে যাবে। হাদির আত্মত্যাগ ইতিহাসের পাতায় নয়, মানুষের হৃদয়ে স্থায়ী হয়ে থাকবে।




