রাজধানীতে জানাজা সম্পন্নের প্রস্তুতির অংশ হিসেবে ময়নাতদন্ত শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউতে নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে সেখানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
এর আগে শনিবার দুপুরের দিকে অ্যাম্বুলেন্সযোগে হাদির মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছানো হয়, যেখানে জানাজার আয়োজন করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ এলায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ জানান, শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হাদির ময়নাতদন্ত সম্পন্ন হয়।
এর আগে গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরিফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তার মরদেহ দেশে পৌঁছালে তা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে সংরক্ষণ করা হয়।




