ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাস (২৭) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এই নৃশংস ঘটনায় জড়িত থাকার সন্দেহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সাতজনকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার (২০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)। র্যাব-১৪ দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের হেফাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ভালুকা উপজেলার স্কয়ার মাস্টার বাড়ি ডুবালিয়া পাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটে। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া জানান, দুর্বৃত্তরা দীপুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেয়।
নিহত দিপু চন্দ্র দাস স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ওই এলাকাতেই ভাড়া থাকতেন। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার মূল কারণ ও এর সাথে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।




