শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে এবং তাঁকে এক নজর দেখতে পূর্বনির্ধারিত লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালেই ঢাকা পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি কোনো বিরতি না নিয়ে সরাসরি চলে যান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে। সেখানে রাখা ‘ইনকিলাব মঞ্চের’ মুখপাত্র ওসমান হাদির মরদেহের সামনে দাঁড়িয়ে তিনি আবেগপ্লুত হয়ে পড়েন।
এ সময় ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন। এছাড়াও ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা আমিরের সফরসঙ্গী হিসেবে হিমাগারে যান।
সেখানে শহীদ হাদির বড় দুই ভাইয়ের সাথে দীর্ঘ সময় কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন জামায়াত আমির। পরে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁকে শহীদী মর্যাদা দানের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, আজ বাদ জোহর দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রীয় এই বীর সন্তানকে শেষ বিদায় জানাতে জানাজায় শরিক হবেন জামায়াত আমির ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।




