ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

হাদীর জানাজার উদ্দেশ্যে ঢাবি থেকে ছেড়ে গেল আটটি বাস

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির জানাযায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে ৮ টি বাস রাজধানীর মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে রওনা দিয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর বারোটায় রাজু ভাষ্কর্য ও অপরাজেয় বাংলার সামনে থেকে বাসগুলো রওনা করে।

৮টি বাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য ৫টি লালবাস, শিক্ষকদের জন্য ২টি এসি মিনিবাস এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১টি লালবাস বরাদ্দ দেওয়া হয়।

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন