সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারানো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে আজ রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিজিবি সদর দপ্তর।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা এবং রায়োট কন্ট্রোল গিয়ারসহ মাঠে রয়েছেন। রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলোতে তারা টহল জোরদার করেছেন।
অন্যদিকে, জানাজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি জানাজার নিরাপত্তা নিশ্চিতে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ডিএমপির উচ্চপদস্থ কর্মকর্তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। দেশের গণ্ডি পেরিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে এসে পৌঁছায়।
শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক ও দলীয় সূত্রে জানানো হয়েছে।




