ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ হওয়ার পর থেকেই মহাসচিব চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলছেন। বর্তমানে তিনি হাসপাতালে না গিয়ে নিজ বাসভবনেই চিকিৎসা নিচ্ছেন। শায়রুল কবির আরও জানান, চিকিৎসকের কঠোর নির্দেশনা মেনে তিনি আপাতত পূর্ণ বিশ্রামে থাকবেন।
উল্লেখ্য, অসুস্থ হওয়ার ঠিক আগেই শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ এক বৈঠকে অংশ নেন মির্জা ফখরুল। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সিদ্ধান্তসমূহ গণমাধ্যমে ব্রিফ করেছিলেন তিনি। ওই কর্মসূচির কয়েক ঘণ্টা পরেই তার এই অসুস্থতার খবর সামনে আসে।




