ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শনিবার ১২ ঘন্টা চাপ কম থাকবে তিতাস গ্যাসের

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকায় তিতাসের গ্রাহকদের কাছে গ্যাসের চাপ সাময়িকভাবে কম থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত তিতাসের আওতাধীন আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকরা গ্যাস সরবরাহে কিছুটা অপ্রতুলতার মুখোমুখি হতে পারেন।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সংস্থাটি সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।

সংবাদটি শেয়ার করুন